জেলা প্রতিনিধি, গাইবান্ধা :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় একটি যাত্রীবাহী বাসের চাপায় রায়হান মিয়া গাটু (৩৫) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। সোমবার গোবিন্দগঞ্জের মহাসড়কের হাইওয়ে থানার সামনে এ দুর্ঘনা ঘটে। নিহত রায়হান মিয়া গাটু গোবিন্দগঞ্জ উপজেলার কুড়িপাইকা গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, সোমবার (৮ এপ্রিল) সকাল ১০টার দিকে হাইওয়ে থানার অদুরে কালিতলা নামক স্থানে একটি অটোরিকশা দাড়িয়ে ছিলো।এ সময় রংপুরগামী হানি পরিবহনের একটি যাত্রীবাহী বাস পিছন থেকে এসে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে রিকশাটি উল্টে গিয়ে চালক রায়হান মিয়া গাটু ঘটনা স্থলে নিহত হয়।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান বলেন, খবর পেয়ে রেকার দিয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়। এ ঘটনায় ব চালক পালিয়ে গেলেও বাসটি আটক করা হয়েছে। তিনি আরও বলেন, অটোরিকশা চালক রায়হান মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের মাধ্যমে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
আগের মতো আর কোন স্বৈরাচারী সরকার মানুষকে গুম,হত্যা রাস্তায় না করতে পারে এজন্যই হা – না ভোট : ফারুক ই আজম বীর প্রতীক
জয়পুরহাট – ২ আসনে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফার মনোনয়ন প্রত্যাহার
কুড়িগ্রামে শীতে এতিম ও মাদরাসা সহস্রাধিক শিক্ষার্থীকে শীতবস্ত্র বিতরণ