চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানাধীন এসি মসজিদ রোডের বিডিআর সিনেমা হলের পেছনে অগ্নিকাণ্ড ঘটেছে।
মঙ্গলবার (৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। এতে অন্তত ৪০টি টিনশেডের ঘর পুড়ে গেছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, রাত সাড়ে ৯টার দিকে বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে বস্তির ৪০টির মতো টিনশেড ঘর এবং কয়েকটি দোকান পুড়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উদয়ন চাকমা বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। কিছু টিনশেডের ঘরে অগ্নিকাণ্ড ঘটে। এখন পর্যন্ত হতাহতের ঘটনা শোনা যায়নি। আগুন নিয়ন্ত্রণে এসেছে।
তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তা তদন্তের পর জানা যাবে।
—–ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন