পবিত্র ঈদুল ফিতরের আনন্দ-উৎসবের আমেজে রাজধানীর জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় প্রধান জামাতে অংশ নেন মুসল্লিরা।
নামাজ শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
ঈদ সম্প্রীতি ও অন্তর্ভুক্তির বার্তাকে আরও সুদৃঢ় করে সর্বস্তরের মানুষ ঈদ উদযাপন করছে।
প্রিয়জনদের সঙ্গে এই উৎসব উদযাপন করতে গত কয়েকদিনে শহর ছেড়েছেন রাজধানীর লাখ লাখ বাসিন্দা।
সারাদেশে মুসলমানরা ঈদগাহ, মসজিদ ও খোলা জায়গায় ঈদের জামাত আয়োজন করেছেন।
সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। শহরের প্রধান প্রধান সড়কে আলোকসজ্জা করা হয়েছে।
এ উপলক্ষে টেলিভিশন চ্যানেল ও রেডিও বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে।
—–ইউএনবি
আরও পড়ুন
চুন্নু বাদ, জাপার মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী
আর্থিক সহায়তা নয়, ফরিদার পরিবার চায় উন্নত চিকিৎসার দায়িত্ব নিক রাষ্ট্র
নির্বাচনের মাধ্যমেই সঠিক পথে দেশ এগোবে : মির্জা ফখরুল