January 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, April 11th, 2024, 2:10 pm

জাতীয় ঈদগাহে নামাজের মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপন শুরু

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ-উৎসবের আমেজে রাজধানীর জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় প্রধান জামাতে অংশ নেন মুসল্লিরা।

নামাজ শেষে দেশের শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

ঈদ সম্প্রীতি ও অন্তর্ভুক্তির বার্তাকে আরও সুদৃঢ় করে সর্বস্তরের মানুষ ঈদ উদযাপন করছে।

প্রিয়জনদের সঙ্গে এই উৎসব উদযাপন করতে গত কয়েকদিনে শহর ছেড়েছেন রাজধানীর লাখ লাখ বাসিন্দা।

সারাদেশে মুসলমানরা ঈদগাহ, মসজিদ ও খোলা জায়গায় ঈদের জামাত আয়োজন করেছেন।

সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। শহরের প্রধান প্রধান সড়কে আলোকসজ্জা করা হয়েছে।

এ উপলক্ষে টেলিভিশন চ্যানেল ও রেডিও বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে।

—–ইউএনবি