January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, April 17th, 2024, 7:35 pm

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগর ও হবিগঞ্জের লাখাইয়ের গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় দুই গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ, টিয়ার শেল ও ২২ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।

স্থানীয়রা জানান, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক এলাকায় বৈশাখি মেলা চলাকালে মঙ্গলবার বিকালে মেলায় পার্শ্ববর্তী জেলা হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়াকরি গ্রামের এক যুবকের সঙ্গে ফান্দাউক গ্রামের এক যুবকের কথা কাটাকাটি হয়।

এ সময় বিষয়টি তাৎক্ষণিকভাবে মীমাংসা করে দেওয়া হলেও পরে সন্ধ্যার দিকে দুইপক্ষ স্থানীয় একটি মাঠে শত শত মানুষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এ সময় ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে।

এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহাগ রানা বলেন, তুচ্ছ ঘটনার জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে লাঠিচার্জ, টিয়ার শেল ও ২২ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

—–ইউএনবি