অনলাইন ডেস্ক :
ব্রিটিশ কর্মকর্তারা সাধারণভাবে ‘ম্যাড কাউ’ রোগ হিসেবে পরিচিত বোভাইন স্পঞ্জিফর্ম এনসেফালোপ্যাথি (বিএসই) এর একটি কেস শনাক্ত করেছে। এনিমেল অ্যান্ড প্ল্যান্ট হেলথ এজেন্সি (এপিএইচএ) এই সপ্তাহে জানিয়েছে যে মৃত প্রাণীটিকে দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের সোমারসেটের একটি খামার থেকে সরানো হয়েছে। এজেন্সি আরো জানিয়েছে খামারটিতে এখন আর ‘খাদ্য নিরাপত্তার কোন ঝুঁকি নেই।’
প্রধান ভেটেরিনারি অফিসার ক্রিস্টিন মিডলমিস বলেন, ‘বিএসই-এর জন্যে যুক্তরাজ্যের খাদ্য নিরাপত্তার সামগ্রিক ঝুঁকি ‘নিয়ন্ত্রিত’ রয়েছে এবং জনস্বাস্থ্যে কোন ঝুঁকি নেই।’ এপিএএইচ’ এ বিষয়ে ব্যাপক তদন্তের মাধ্যমে যথাসময়ে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করবে।

আরও পড়ুন
এস আলমের আরও ৪৩১ শতাংশ জমি স্থাপনাসহ জব্দের আদেশ
মাদুরোর মতো পুতিনকে ধরে নিয়ে যাওয়ার হুমকি ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর
আক্রান্ত হলে মার্কিন সামরিক লক্ষ্যবস্তু হামলার হুমকি ইরানের