চট্টগ্রামের বোয়ালখালীতে বালুবোঝাই ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন।
সোমবার (২২ এপ্রিল) সকাল পৌনে ৬টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নে আরাকান সড়কের রায়খালীর পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিএনজিচালক চাঁদপুর জেলার বাসিন্দা দেলোয়ার হোসেন ও নগরীর লালখান বাজার এলাকার বাসিন্দা মাছ ব্যবসায়ী মিজানুর রহমান।
বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ বলেন, গোমদন্ডী ফুলতল মাছের আড়তে মাছ নিতে যাচ্ছিলেন ব্যবসায়ী মিজানুর। এসময় আরাকান সড়কের রায়খালীর পুল এলাকায় বালুবোঝাই ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক দেলোয়ার মারা যান। গুরুতর আহত মাছ ব্যবসায়ী মিজানুরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, লাশ মর্গে রাখা হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন