January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 22nd, 2024, 3:11 pm

চট্টগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

চট্টগ্রামের বোয়ালখালীতে বালুবোঝাই ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন।

সোমবার (২২ এপ্রিল) সকাল পৌনে ৬টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নে আরাকান সড়কের রায়খালীর পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিএনজিচালক চাঁদপুর জেলার বাসিন্দা দেলোয়ার হোসেন ও নগরীর লালখান বাজার এলাকার বাসিন্দা মাছ ব্যবসায়ী মিজানুর রহমান।

বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ বলেন, গোমদন্ডী ফুলতল মাছের আড়তে মাছ নিতে যাচ্ছিলেন ব্যবসায়ী মিজানুর। এসময় আরাকান সড়কের রায়খালীর পুল এলাকায় বালুবোঝাই ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক দেলোয়ার মারা যান। গুরুতর আহত মাছ ব্যবসায়ী মিজানুরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, লাশ মর্গে রাখা হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে।

—-ইউএনবি