অনলাইন ডেস্ক :
পারিবারিক কারণ দেখিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের ঠিক আগে দেশে ফিরে যান চন্ডিকা হাথুরুসিংহে। কথা ছিল, তিনি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে দেশে ফিরে আসবেন টাইগার হেড কোচ। কোচরা ছুটিতে যাবেন, দরকারের সময় ফিরবেন; এটা খুবই স্বাভাব্কি ঘটনা। কিন্তু ঈদের ছুটিতে হঠাৎ একটি খবর ক্রিকেট অঙ্গনে নাড়া দিয়ে গেলো। একটি টেলিভিশন চ্যানেলে প্রতিবেদন এলো, হাথুরু নাকি আর বাংলাদেশে ফিরবেন না। যদিও পরে নানা সূত্রেই নিশ্চিত হওয়া গেছে, খবরটি সঠিক নয়।
গত ১৭ এপ্রিল বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস পরিষ্কার জানিয়ে দেন, হাথুরুকে নিয়ে কোনো ধোঁয়াশা নেই। গত রোববার রাতে ফিরবেন বাংলাদেশ দলের হেড কোচ। সেই কথামতোই গত রোববার রাত সাড়ে ১২টায় ঢাকায় ফিরেছেন হাথুরু। তবে তার এই ফেরা অনেকটাই গোপনে, লোকচক্ষুর অন্তরালে। রাতে বাংলাদেশে ফিরলেও হাথুরুকে (২২ এপ্রিল) সোমবার তাকে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দেখা যায়নি। ভ্রমণক্লান্তি কাটলেই হয়তো দলের সঙ্গে যোগ দেবেন।
আরও পড়ুন
মোহামেডানকে হারালো আবাহনী দুই বছর পর
৪৫ ছক্কায় দিন পার, তামিমের চাওয়া ‘বড় বাউন্ডারি’
ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করল বাংলাদেশ