Tuesday, April 23rd, 2024, 2:57 pm

সাভারে বুধবার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বুধবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ১২ ঘণ্টা সাভারের বিভিন্ন এলাকায় সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সূত্রে জানা গেছে, যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে তার মধ্যে রয়েছে টঙ্গাবাড়ি, আশুলিয়া, খেজুরবাগান, গৌরীপুর, খাগান, কুমকুমারী ও আকরান।

গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে তিতাস বলেছে, পার্শ্ববর্তী এলাকার গ্রাহকরা গ্যাস সরবরাহে নিম্নচাপের সম্মুখীন হতে পারেন।

—–ইউএনবি