আপিল বিভাগের নিয়োগপ্রাপ্ত ৩ বিচারপতি শপথ নিয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিটে বাংলাদেশ সুপ্রীম কোর্টের জাজেস লাউঞ্জে বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগপ্রাপ্ত ৩ বিচারপতিকে শপথ পাঠ করান।
শপথ নেওয়া ৩ জন বিচারপতি হলেন- বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ, বিচারপতি শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।
সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
শপথ অনুষ্টানে বাংলাদেশ সুপ্রীম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, শপথ পাঠকারী ৩ বিচারপতির পরিবারের সদস্য, অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রীম কোর্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল বুধবার (২৪ এপ্রিল) রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) এ প্রদত্ত ক্ষমতাবলে উক্ত ৩ বিচারককে বাংলাদেশ সুপ্রীম কোর্ট, আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ প্রদান করেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার আইন মন্ত্রণালয়ের সচিব মো. গোলাম সারওয়ার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগের বিষয়টি জানানো হয়।
নতুন নিয়োগ পাওয়া এই ৩ বিচারপতিসহ আপিল বিভাগে মোট বিচারপতির সংখ্যা হলো ৮ জন।
—–ইউএনবি

আরও পড়ুন
হাসিনা ও কামালকে ফেরানোর জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছি: প্রধান উপদেষ্টা
সংকটাপন্ন হাদির অবস্থা, চিকিৎসকরা বলছেন ‘টাইম উইন্ডো’ পর্যবেক্ষণ চলছে
ডেভিল হান্ট ২: আরও ৮২৩ জন গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার