অনলাইন ডেস্ক :
সর্বনিম্ন ২০০ টাকায় স্টেডিয়ামে বসে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ৩ ম্যাচ দেখতে পারবেন সমর্থকরা। অর্থাৎ চট্টগ্রামে যে ৩টি ম্যাচ হবে, সেই ম্যাচগুলো টিকিটির দাম নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে সর্বোচ্চ ১৫০০ টাকা রাখা হয়েছে টিকিটের দাম। আগামী ৩ মে শুরু হবে এই সিরিজ। চট্টগ্রামে বাকি দুই ম্যাচ ৫ ও ৭ মে।
এই তিন ম্যাচের প্রতিটিতে রুফটপ হসপিটালিটি ও গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতে হলে ১৫০০ টাকা খরচ করতে হবে। ১০০০ টাকা পড়বে আন্তর্জাতিক স্ট্যান্ডে বসে খেলা দেখতে। এ ছাড়া ক্লাব হাউস ৫০০ টাকা এবং পূর্ব গ্যালারির টিকিটের মূল্য ৩০০ টাকা। পশ্চিম গ্যালারির টিকিটের মূল্য সর্বনিম্ন ২০০ টাকা। ম্যাচের আগের দিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭.৩০টা পর্যন্ত সাগরিকা টিকিট কাউন্টার ও এম এ আজিজ স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করা যাবে।
আরও পড়ুন
মোহামেডানকে হারালো আবাহনী দুই বছর পর
৪৫ ছক্কায় দিন পার, তামিমের চাওয়া ‘বড় বাউন্ডারি’
ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করল বাংলাদেশ