বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্রলীগের রাজনৈতিক কর্মকাণ্ড চালুর প্রতিবাদে সব ধরনের একাডেমিক কার্যক্রম বর্জনের সিদ্ধান্ত স্থগিত করে পরীক্ষায় অংশ নিতে রাজি হয়েছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার বুয়েট প্রশাসনের সঙ্গে শ্রেণি প্রতিনিধিদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আল আমিন সিদ্দিক।
আগামী ১১ মে থেকে পরীক্ষা শুরু হবে। শিগগিরই নতুন পরীক্ষার রুটিন প্রকাশিত হবে বলে জানান তিনি।
ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও রাজনীতি পুনরুদ্ধারের দাবিতে গত ২৮ মার্চ মধ্যরাতে বুয়েট সভাপতি সাদ্দাম হোসেনসহ নেতাকর্মীরা ক্যাম্পাসে প্রবেশ করলে আন্দোলন শুরু করেন বুয়েটের শিক্ষার্থীরা।
সব ধরনের একাডেমিক কার্যক্রম বর্জন করে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি পুনরুজ্জীবিত করার চেষ্টাকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
এমন অবস্থায় গত ২০ এপ্রিল সব পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয় বুয়েট কর্তৃপক্ষ।
—-ইউএনবি
আরও পড়ুন
সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
ডেঙ্গুতে হাজারের বেশি আক্রান্ত, একজনের মৃত্যু
বৈঠক করতে শিক্ষা মন্ত্রণালয়ে তিতুমীরের ১৪ শিক্ষার্থী