হবিগঞ্জের বাহুবল ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও ট্রাকের সংঘর্ষে হৃদয় মিয়া ও রিপন মিয়া নামে দুইজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ এপ্রিল) উপজেলার তুগলীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার বালিয়ারী গ্রামের বাহার মিয়ার ছেলে পিকআপ চালক হৃদয় মিয়া এবং শায়েস্তাগঞ্জ উপজেলার পূর্ব নোয়াগাঁও গ্রামের ছোয়াব আলীর ছেলে হেলপার রিপন মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুতাং বাজার থেকে পিকআপটি (ঢাকা মেট্রো ন ১৯-২৩২১) বাহুবল বাজার থেকে মাছ নিয়ে রওনা দেয়।
মাছ বোঝাই পিকআপটি শ্রীমঙ্গল হয়ে জুড়ী যাওয়ার পথে তুগলীতে পৌঁছালে সিলেটগামী সিমেন্টের ট্রাক (ঢাকা মেট্রো শ ১৩-০৫৭৩) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই পিকআপের চালক ও হেলপার মারা যান।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
—–ইউএনবি
আরও পড়ুন
আইভীকে বহনকারী পুলিশের গাড়িতে হামলা, ককটেল বিস্ফোরণ
আবদুল হামিদের দেশত্যাগ, তিন পুলিশ প্রত্যাহার-বরখাস্ত
ভাঙ্গুড়ায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান ও সীলগালা, অনুমতি ছাড়াই আবার চালুর অভিযোগ!