January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, May 2nd, 2024, 8:20 pm

ওমরাহ পালনে সৌদি আরব গেলেন মির্জা ফখরুল

ওমরাহ পালন করতে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার বিকাল সোয়া ৩টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। এ সময় তার স্ত্রী রাহাত আরা বেগম সঙ্গে ছিলেন।

তার ব্যক্তিগত সহকারী এম ইউনুস আলী আরও জানান, বিএনপি নেতা ও তার স্ত্রী প্রথমে মদিনায় গিয়ে হজরত মুহাম্মদের (সা.) কবর জিয়ারত ও মসজিদে নববীতে নামাজ আদায় করবেন।

পরে পবিত্র ওমরাহ পালন ও মসজিদুল হারামে নামাজ আদায় করতে মক্কায় যাবেন তারা।

আগামী ৮ মে বিএনপি নেতার দেশে ফেরার কথা রয়েছে।

ঢাকার নয়াপল্টনে ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ভণ্ডুল করার পরদিন ২৯ অক্টোবর মির্জা ফখরুলকে গ্রেপ্তার করা হয়। প্রায় সাড়ে তিন মাস কারাভোগের পর গত ১৫ ফেব্রুয়ারি জামিনে মুক্তি পান তিনি।

কারাগারে যাওয়ার পর থেকে নানা শারীরিক জটিলতায় ভুগছেন বিএনপি মহাসচিব। তার স্ত্রী রাহাত আরা বেগমও অসুস্থ।

কারাগার থেকে মুক্তি পাওয়ার পর গত ৪ মার্চ চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান এই দম্পতি।

—–ইউএনবি