January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, May 2nd, 2024, 8:59 pm

এমবাপ্পেকে রেখেই চলে গেল পিএসজির বাস

অনলাইন ডেস্ক :

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে বরুশিয়া ডর্টমুন্ডের কাছে হেরেছে পিএসজি। ডর্টমুন্ডের ঘরের মাঠ সিগনাল এদুনা পার্কে ১-০ গোলে হেরেছে ফরাসি জায়ান্টরা। হারের পর এক মজার ঘটনা ঘটেছে পিএসজির সবচেয়ে বড় তারকা কিলিয়ান এমবাপ্পের সঙ্গে। ফরাসি এই তারকাকে রেখেই ডর্টমুন্ড বিমানবন্দরে গিয়েছিল পিএসজির টিম বাস। এক প্রতিবেদনে এমনটায় জানিয়েছে ফ্রান্সের সংবাদমাধ্যম ‘লা পারিসিয়ান।’

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ম্যাচ শেষে সিগনাল এদুনা পার্কে ড্রাগ টেস্টে অংশ নেওয়ায় সতীর্থদের সঙ্গে টিম বাসে বিমানবন্দরে যেতে পারেননি এমবাপ্পে। পরে একটি প্রাইভেট কারে বিমানবন্দরে যোগ দেন সতীর্থদের সঙ্গে। ‘লা পারিসিয়ান’ আরও জানিয়েছে, এমবাপ্পেকে রেখে পিএসজির টিম বাসের বিমানবন্দরে চলে যাওয়া অস্বাভাবিক কোনো ঘটনা নয়। কোনো খেলোয়াড়ের দেরি হলে দীর্ঘক্ষণের অপেক্ষা এড়াতে প্রায় সব দলই এটা করে। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে আগামী মঙ্গলবার পিএসজির ঘরের মাঠে ফিরতি লেগে নামবে এই দুই দল।