অনলাইন ডেস্ক :
শেষ দুই ম্যাচেই গোল খরায় ভুগছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। কিংস কাপ অব চ্যাম্পিয়ন্সের সেমিফাইনালে সেই খরা কাটালেন জোড়া গোল করে। তাতে আল খালিজের বিপক্ষে ৩-১ গোলের জয়ে সেমিফাইনালেও পৌঁছেছে সৌদি প্রো লিগের আল নাসর। ফাইনালে রোনালদোদের প্রতিপক্ষ আল হিলাল। কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ম্যাচটা হবে ৩১ মে। ম্যাচের ১৭ মিনিটেই প্রথম গোলটি পান পর্তুগিজ যুবরাজ। তাও নিজের স্বভাবসুলভ ভঙ্গিমায়। খালিজ গোলকিপার বক্স থেকে সরে ডানপ্রান্তে চলে গিয়েছিলেন। সেই ভুলের সুযোগটাই তিনি কাজে লাগিয়েছেন। পেনাল্টি বক্সের প্রান্ত থেকে ঘুরে গিয়ে বামপায়ের ভলিতে জাল কাঁপান তিনি।
৩৭ মিনিটে পেনাল্টি থেকে আসে দ্বিতীয়ে গোল। হ্যান্ডবলের সুবাদে স্পট কিক পায় তারা। সাদিও মানে তাতে কোনো ভুল করেননি। অবশ্য শুরুতে এই স্পট কিকের জন্য মনোনীত ছিলেন রোনালদোই। কিন্তু তিনি সেটি করতে অস্বীকৃতি জানান। সুযোগ করে দেন সাবেক লিভারপুল সতীর্থকে। পর্তুগিজ তারকা তার পর ৫৭ মিনিটে পেয়ে যান নিজের জোড়া গোল। যদিও প্রথম চেষ্টাটি তার প্রতিহত হয়েছিল। ফাওয়াজ আল তোরাইস অবশ্য ৮২ মিনিটে একটি গোল শোধ দেন। দলকে ফাইনালে তুলে রোনালদো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে নিজের তাৎক্ষণিক প্রতিক্রিয়াও জানিয়েছেন। সেখানে লিখেছেন, ‘কিংস কাপ ফাইনাল! এবার চলো…’
আরও পড়ুন
মোহামেডানকে হারালো আবাহনী দুই বছর পর
৪৫ ছক্কায় দিন পার, তামিমের চাওয়া ‘বড় বাউন্ডারি’
ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করল বাংলাদেশ