এপি, জাতিসংঘ :
জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা বলেছে, গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহয়ে ইসরায়েল যদি সামরিক হামলা চালায় তাহলে হাজার হাজার মানুষ ‘মৃত্যুর আসন্ন ঝুঁকিতে’ থাকবে।
সীমান্ত শহরটি মানবিক সহায়তার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রবেশপথ। এই অংশে অসংখ্য বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছেন, যেখানে ঘনবসতিপূর্ণ তাঁবু রয়েছে।
শুক্রবার রাতে রাফাহয়ে ইসরায়েলি বিমান হামলায় ৭ জন নিহত হন, যাদের বেশিরভাগই শিশু।
বাইডেন প্রশাসন বলছে, বেসামরিক নাগরিকদের রক্ষায় ইসরায়েল ‘বিশ্বাসযোগ্য’ পরিকল্পনা না দিলে তারা রাফাহ আক্রমণের বিরোধিতা করবে। উল্লেখ্য, ইসরায়েলকে গুরুত্বপূর্ণ সামরিক ও কূটনৈতিক সহায়তা দিয়ে থাকে বাইডেন প্রশাসন।
জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির প্রধান সিন্ডি ম্যাককেইন বলেছেন, গাজার উত্তরাঞ্চলে ‘পূর্ণাঙ্গ দুর্ভিক্ষ’ চলছে।
তবে জাতিসংঘ ও অন্যরা বলেছে, ফিলিস্তিনি ভূখণ্ড দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে।
ইসরায়েল-হামাস যুদ্ধের কারণে গাজার ২৩ লাখ জনসংখ্যার ৮০ শতাংশ তাদের বাড়িঘর থেকে বিতাড়িত হয়েছে এবং বেশ কয়েকটি শহর ও নগরে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। গাজায় মৃতের সংখ্যা ৩৪ হাজার ৫০০ ছাড়িয়েছে বলে জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা।
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন