গাজীপুরে তেলবাহী ওয়াগন ও যাত্রীবাহী টাঙ্গাইল কমিউটার ট্রেনের সংঘর্ষের ২২ ঘণ্টা পরও শেষ হয়নি উদ্ধারকাজ। তবে ডাবল লাইনের ঢাকা-জয়দেবপুর রুটের একটি লাইন দিয়ে চলাচল করছে ট্রেন।
শনিবার সকাল ১০টা পর্যন্ত তেলবাহী ট্রেনের দুটি ওয়াগন ও দুই ট্রেনের ইঞ্জিনদুটি উদ্ধার এখনও বাকি।
টাঙ্গাইল কমিউটার ট্রেনের পেছনের অংশের অক্ষত বগিগুলো বিকল্প ইঞ্জিনের মাধ্যমে দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে ফেলা হয়। রাতভর উদ্ধার অভিযানে তেলবাহী ওয়াগনের লাইনচ্যুত ৫টি বগির মধ্যে এখন পর্যন্ত তিনটি সরানো হয়েছে। অন্যদিকে, তেলবাহী ওয়াগন ট্রেনের ক্ষতিগ্রস্ত চারটি বগি রেললাইনের পাশে ফেলে রাখা হয়েছে। বর্তমানে দুটি ইঞ্জিন ও ওয়াগনের দুটি বগি উদ্ধার তৎপরতা চলছে।
রেলওয়ের উদ্ধারকারী দলের দাবি, এক থেকে দেড় ঘণ্টার মধ্যে সম্পূর্ণ উদ্ধার তৎপরতা সম্পন্ন হবে।
শুক্রবার সকাল ১১টার দিকে জয়দেবপুর স্টেশনের কাছে কাজী বাড়ি এলাকায় ওই দুই ট্রেনের সংঘর্ষের পর জয়দেবপুর স্টেশন দিয়ে ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিম রুটের ট্রেন চলাচল ২ ঘণ্টা বন্ধ হয়ে যায়। বিকেলে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধার তৎপরতা শুরু হয়।
এ ঘটনায় দুই ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত ও চারজন আহত হন। ঘটনার পর রেলওয়ের পক্ষ থেকে দুটি ও জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
আবদুল হামিদের দেশত্যাগ, তিন পুলিশ প্রত্যাহার-বরখাস্ত
ভোটারবিহীন নির্বাচন: শেখ হাসিনাসহ ইসি কমিশনারদের বিরুদ্ধে মামলা
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’