সৌদি আরবে অবস্থানরত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার রাতে পবিত্র ওমরাহ পালন করেছেন।
মক্কা শাখা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ জানান, বিএনপি মহাসচিব ও তার স্ত্রী রাহাত আরা বেগম শনিবার সন্ধ্যায় মদিনা থেকে মক্কায় পৌঁছান।
এশার নামাজের পর স্থানীয় বিএনপির কয়েকজন নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে ওমরাহ পালন করেন তারা।
আজাদ বলেন, ওমরাহ শেষে ওই দম্পতি মসজিদুল হারামে নামাজ আদায় করেন।
পরে মির্জা ফখরুল বাংলাদেশ, দেশ ও সমগ্র মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মোনাজাত করেন।
আজাদ বলেন, বিএনপি মহাসচিব বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের লাখ লাখ নেতা-কর্মীর জন্য দোয়া করেছেন।
তিনি আরও বলেন, রবিবার মির্জা ফখরুল ও তার স্ত্রী মক্কার বিভিন্ন ঐতিহাসিক স্থান যেমন মাউন্ট আরাফাত, মিনা-মুজদালিফা, মাকামে ইব্রাহিম, জাবালে রহমত, জাবালে নূর, জমজম কূপ, নামিরাহ মসজিদ এবং মক্কা জাদুঘর পরিদর্শন করবেন।
মক্কা জেলা বিএনপির সভাপতি জানান, সোমবার মক্কা থেকে জেদ্দা যাচ্ছেন মির্জা ফখরুল।
৮ মে (বুধবার) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরার কথা রয়েছে বিএনপির এই নেতা ও তার স্ত্রীর।
বৃহস্পতিবার বিকাল সোয়া ৩টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। এ সময় তার স্ত্রী রাহাত আরা বেগম সঙ্গে ছিলেন।
—-ইউএনবি
আরও পড়ুন
ফেব্রুয়ারি-মার্চে কর্মসূচি নিয়ে মাঠে নামতে পারে বিএনপি
‘২৪ এর জাতীয় নির্বাচনে পুরো জাতীয় পার্টি অংশ নেয়নি’
আবারও চক্রান্তের খেলা শুরু হয়েছে : মির্জা ফখরুল