অনলাইন ডেস্ক :
সৌদি আরবে রীতিমতো উড়ছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। আগের ম্যাচে জোড়া গোল করে আল নাসরকে কিংস কাপের ফাইনালে তুলেছিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। এবার সৌদি প্রো লিগে হ্যাটট্রিক করে দলকে বড় জয় এনে দিয়েছেন রোনালদো। এই নিয়ে সবশেষ ৭ ম্যাচের ৩টিতে হ্যাটট্রিক করলেন সিআরসেভেন। শনিবার রাতে নিজেদের মাঠে রোনালদোর হ্যাটট্রিকে আল ওয়েহদাকে ৬-০ গোলে হারিয়েছে আল নাসর।
রোনালদো ছাড়াও তাদের হয়ে একটি করে গোল করেছেন ওতাভিও এডমিলসন, সাদিও মানে ও মোহাম্মেদ আল ফাতিল। এ নিয়ে ফুটবল ক্যারিয়ারের ৬৬তম হ্যাটট্রিক পূর্ণ করেছেন এই পর্তুগিজ সুপারস্টার। ম্যাচের ৭ মিনিটে প্রথম গোলের দেখা পান রোনালদো। এরপর ১৩ ও ৫২ মিনিটে আরও দুই গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। চলতি মৌসুমে সবমিলিয়ে ৫২ ম্যাচে ৫২তম গোল করে ফেললেন রোনালদো।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে গোল উদযাপনের একাধিক ছবি পোস্ট করে রোনালদো লিখেছেন, ‘দারুণ অনুভূতি। দল এবং সমর্থকদের ধন্যবাদ।’ এই জয়ে ৩০ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আল নাসর। আর ২৯ ম্যাচে ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আল হিলাল।
আরও পড়ুন
মোহামেডানকে হারালো আবাহনী দুই বছর পর
৪৫ ছক্কায় দিন পার, তামিমের চাওয়া ‘বড় বাউন্ডারি’
ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণা করল বাংলাদেশ