রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাবুল চিশতী ও কবির হোসেন নামে দুইজন নিহত হয়েছেন।
রবিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ ভ্যানটি ইউটার্ন নিয়ে যাওয়ার চেষ্টা করলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শরীয়তপুরের গোসাইরহাট থানার সামন্ত সাহা গ্রামের আব্দুর রশিদ আকন্দের ছেলে পিকআপ ভ্যানচালক বাবুল চিশতী এবং একই জেলার ভেদরগঞ্জ থানার সিংধলা গ্রামের আব্দুর রশিদ ব্যাপারীর ছেলে কবির হোসেন। তারা মাতুয়াইলের মৃধাবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আবু সায়েম বলেন, লাশ দুইটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুলকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ভোরে কবির হোসেনের মৃত্যু হয়।
ঢামেক হাসপাতালের ভারপ্রাপ্ত পরিদর্শক (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, লাশ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
—–ইউএনবি
আরও পড়ুন
বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন
কুমিল্লায় জানালার ফাঁক দিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু, মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্বজনদের ভিন্ন ভাষ্য
হাতি রক্ষার উদ্যোগ নেই প্রকল্প আনতে মরিয়া