নিজস্ব প্রতিবেদক, রংপুর:
বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও বরেণ্য পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়(বেরোবি) রংপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (৯ মে) রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ফতেহপুরে প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার সমাধিতে বেরোবি পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ বিশ^বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এরপর বেরোবি অফিসার্স অ্যাসোসিয়েশন ও বেরোবি শাখা ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও ড. ওয়াজেদ মিয়ার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে মরহুমের কবর জিয়ারত ও রুহের মগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এর আগে ড. এম এ ওয়াজেদ মিয়ার স্মরণে সংক্ষিপ্ত পদযাত্রা করা হয়। এসময় বেরোবির বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এদিকে ড. এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আরও পড়ুন
ডামি নির্বাচন, ভোট দিল ‘মৃত’ ব্যক্তি-শিশু
ঢাকা বিশ্ববিদ্যালয়: ‘সিটের জন্য কেন এভাবে রাস্তায় অনশনে বসতে হবে’
আবু সাঈদ হত্যা : রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৭১ শিক্ষার্থীকে শাস্তি