জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া) :
রংপুরের গঙ্গাচড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ (৯-১৫ মে) উপলক্ষে উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য প্রশাসনের বাস্তবায়নে বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে খাবার খাবো পুষ্টি গুণে এ প্রতিপাদ্যে জুনিয়র কনসালটেন্ট (চর্ম ও যৌন) ডাঃ মলয় কুমার রায় শামীম সিদ্দিকী সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ শামীম সিদ্দিক, মেডিকেল অফিসার ডাঃ আসাদুজ্জামান, মেডিকেল অফিসার ডাঃ কেরামত আলী, স্বাস্থ্য পরিদর্শক সাইদুর রহমান, গ্রাম বিকাশ কেন্দ্র এর প্রকল্প সমন্বয়কারী (পিপিইপিপি-ইইউ) ডাঃ শামসুর রহমান, টেকনিক্যাল অফিসার (কমিউনিটি মবিলাইজেশন ইএসডিও পিপিইপিপি ইইও প্রকল) নুরসেদা আখতার প্রমূখ।
সভায় পুষ্টি সপ্তাহের প্রতিদিনের গৃহীত কার্যক্রম উপস্থাপন করা হয়। সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা-চারী, এনজিও’র প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
ভাঙ্গুড়ায় ৫ দোকান-বাড়িতে ডাকাতি: ৪০ ভরি সোনা,২০ লক্ষ টাকা লুট
টাঙ্গাইলে রোপা আমন ধানের লক্ষ্যমাত্রা অর্জন, ভালো দামের প্রত্যাশা কৃষকের
শ্রীমঙ্গলে ফর্কলিফটের চাকায় পিষ্ট হয়ে নারী শ্রমিকের মৃত্যু