গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী ২ জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- ঝুট মালামালের ব্যবসায়ী মঞ্জুর হোসেন (৪১) ও হাসান (৪০)। তারা কোনাবাড়ী এলাকায় ঝুটের ব্যবসা করতেন।
কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন বলেন, শুক্রবার রাত সাড়ে ৮টার পর কোনাবাড়ীর দিক থেকে গাজীপুরের চৌরাস্তার দিকে ৩ যুবক একটি মোটরসাইকেলে যাচ্ছিলেন।
তিনি আরও বলেন, মোটরসাইকেলটি কড্ডা বাইমাইল এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি পিকআপ ভ্যান চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মঞ্জুর হোসেন ও হাসান মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। অপরজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
—–ইউএনবি
আরও পড়ুন
হঠাৎ কক্সবাজারে পরীমণি! কাকে দিলেন সারপ্রাইজ?
৭৫ কোটির গ্যাসের বকেয়া কমে এখন ২৪ কোটি ডলারে
হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লক’