শনিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারের একটি হোটেলে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম জানান, সকাল ১০টা ১৭ মিনিটের দিকে হোটেল লা ভিঞ্চির জেনারেটর কক্ষে আগুন লাগে।
তিনি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।
—–ইউএনবি
আরও পড়ুন
এলো ফার্স্টলুক, কবে মুক্তি পাবে রানির নতুন সিনেমা
গরমে কিশমিশ ভেজানো পানি পান করা কেন জরুরি?
কর্মস্থলে ‘তুই-তুমি’ সম্বোধন বন্ধের সুপারিশ কমিশনের