দিনাজপুরের বোচাগঞ্জে বন্ধুর বাড়ির শয়নকক্ষ থেকে সাকিব নামে একজন যুবকের হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ।
রবিবার (১৯ মে) খবর পেয়ে ১ নম্বর নাফানগর ইউনিয়নের টেনা গ্রামের লাইসুর রহমানের বাড়ীর একটি শয়নকক্ষ থেকে চাদরে মোড়ানো মরদেহটি উদ্ধার করে পুলিশ।
তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। তবে প্রাথমিকভাবে হত্যার কারণ জানাতে পারেনি তারা।
সাকিব হাসান (১৮) বোচাগঞ্জের নাফানগর উত্তরপাড়ার মমিনুল ইসলামের ছেলে।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক রাসেল জানান, মরদেহের শরীর ছিল ফোলা ও দুর্গন্ধময়। এ সময় ওই বাড়িতে একজন বাকপ্রতিবন্ধী নারী ছাড়া কেউ ছিল না। গৃহকর্তাসহ পরিবারের সদস্যরা আত্বগোপন করেছেন।
ওসি বলেন, ‘গৃহকর্তা লাইসুরের ছেলের সঙ্গে সাকিবের বন্ধত্ব ছিল। হত্যার কোনো কারণ জানতে পারিনি আমরা। তবে প্রকৃত কারণ বের করতে আত্বগোপনকারীদের আটকের উদ্দেশ্যে বিভিন্ন স্থানে অভিযানসহ তদন্ত চলছে।’
এদিকে সাকিবের বাবা মমিনুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে কৃষিকাজ শেষে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতে ব্যাটসহ বাইসাইকেল নিয়ে বেরিয়ে আর ফেরেনি সাকিব। বন্ধুদের সঙ্গে রয়েছে মনে নিখোঁজের বিষয়ে থানায় কোনো অভিযোগ জানাননি তারা। পরবর্তীতে আজ সকালে মরদেহ উদ্ধারের খবর পেয়েছেন তারা।
—–ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন