Monday, September 20th, 2021, 8:07 pm

জালালাবাদে বিস্ফোরণ, দায় স্বীকার করল আইএস

অনলাইন ডেস্ক :

আফগানিস্তানের জালালাবাদে গত দুই দিনে তালেবান সদস্যদের লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানোর দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। রোববার  জঙ্গিদের প্রপাগান্ডা মাধ্যম আমাকে প্রকাশিত পৃথক দুই বিবৃতিতে এ দায় স্বীকার করা হয়। বিবৃতিতে বলা হয়, শনি ও রোববার  তালেবানের গাড়ি লক্ষ্য করে পৃথক তিনটি বোমা হামলা চালিয়েছে ইসলামিক স্টেট-খোরাসান (আইএস-কে)। সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রোববার তালেবান সরকারের বর্ডার পুলিশের গাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়। এতে প্রাথমিকভাবে দুই বেসামরিকসহ অন্তত পাঁচজন নিহতের কথা জানা গেছে। আগের দিন শনিবার একই শহরে একাধিক বিস্ফোরণে ঘটনাস্থলেই অন্তত দুই তালেবান কর্মকর্তা নিহত হন। এতে আহত হন আরও ১৯ জন। তবে আহতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। সূত্র: রয়টার্স, হিন্দুস্তান টাইমস।