ননদ আইছন নেছার কাঁধে ভর করে ভোট দিতে কেন্দ্রে গিয়েছেন ৮৭ বছর বয়সী বিবিজান নেছা।
মঙ্গলবার (২১ মে) গাংনী উপজেলার নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দেন তিনি।
বিবিজান নেছা নওপাড়া গ্রামের হাজি কছিম উদ্দিনের স্ত্রী।
ভোট দিয়ে কেন্দ্রের বাইরে এসে বিবিজান নেছা বলেন, এটাই হয়তো জীবনের শেষ ভোট আমার। আগে পাড়ার লোকজনের সঙ্গে আনন্দ করতে করতে ভোট দিতে আসতাম। এখন অন্যের কাঁধে ভর করে ভোট কেন্দ্রে আসতে হয়।
তিনি আরও বলেন, নিজের শরীরের ক্ষমতা না থাকায় এবার ননদের কাঁধে ভর করে ভোট দিতে এসেছি। বাড়ির বেটা ছেইলি (স্বামী হাজি সাহেবকে) নাতি-নাতনিরা ভ্যানে করে নিয়ে এসে ভোট দিয়ে নিয়ে গেছে। আমি এসেছি ননদের সঙ্গে।
——-ইউএনবি

আরও পড়ুন
আগের মতো আর কোন স্বৈরাচারী সরকার মানুষকে গুম,হত্যা রাস্তায় না করতে পারে এজন্যই হা – না ভোট : ফারুক ই আজম বীর প্রতীক
জয়পুরহাট – ২ আসনে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফার মনোনয়ন প্রত্যাহার
কুড়িগ্রামে শীতে এতিম ও মাদরাসা সহস্রাধিক শিক্ষার্থীকে শীতবস্ত্র বিতরণ