January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, May 22nd, 2024, 8:53 pm

বাবার হত্যার বিচার চাইলেন এমপি আনোয়ারুলের মেয়ে

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মৃত্যুর বিচার সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন হয় সেই দাবি করেছেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন।

বুধবার গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান।

ডরিন বলেন, ‘আমি তাদের ফাঁসি দেখতে চাই। আজ আমি এতিম হয়ে গেছি। আমি তো এখনো আমার পড়াশোনাও শেষ করতে পারিনি।’

খুনিদের চেনেন কি না এমন প্রশ্নের জবাবে ডরিন বলেন, ‘আমি কাউকে চিনি না, তবে আমি তাদের সম্পর্কে জানতে চাই। আমি ডিবি প্রধান হারুন-অর-রশীদকে অনুরোধ করেছি তাদের চিহ্নিত করে হত্যার মোটিভ উদঘাটন করতে।’

বাবার সঙ্গে শেষ কথোপকথন সম্পর্কে জানতে চাইলে ডরিন বলেন, ‘আমাদের ভিডিও কলে কথা হয়। সে সময় বাবা বলেছিলেন ভারত থেকে দেশে ফিরে আমার সঙ্গে কথা বলবেন।’

কাউকে সন্দেহ করছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি কাউকে সন্দেহ করি না। তবে আমি তাদের দেখতে চাই, আমার সন্দেহের বিষয়টি পরে জানাব।’

হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেপ্তার করে এ হত্যাকাণ্ডের সূত্র খুঁজে বের করতে ডিবি পুলিশকে অনুরোধ জানান তিনি।

ডরিন বলেন, ‘বাবা বলেছিলেন, ভারত থেকে আসার পর তোমার পরীক্ষার রেজাল্ট দেখে নেব। আমার বাবা ১৪ বছর ধরে মিথ্যা মামলায় ছিলেন। ছোটবেলায় তাকে পাইনি। বড় হয়ে বাবাকে পেলাম, এখন তাকে হারালাম।’

গত ১৪ মে কলকাতা থেকে নিখোঁজ সাংসদ আনারের লাশ বুধবার কলকাতা থেকেই উদ্ধার হয়। এর আগে গত ১১ মে চিকিৎসার জন্য সেখানে যান তিনি।

কলকাতার অদূরে নিউ টাউনের একটি ফ্ল্যাটে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্যকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

ধানমন্ডির নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এ পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে, তাতে এই হত্যাকাণ্ডের সঙ্গে আমাদের দেশের মানুষ জড়িত।’

——ইউএনবি