January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, May 23rd, 2024, 4:53 pm

কুমিল্লায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

কুমিল্লায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক ছিলেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৮ সালের ৩ নভেম্বর কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার শাটিসক গ্রামের নুরুন্নবীর ছেলে মোজাম্মেল হোসেন রাজু দাম্পত্য কলহের জেরে স্ত্রী খালেদা আক্তারকে রাতে গলায় ওড়না পেছিয়ে হত্যা করে। পরে মরদেহটি পুকুর পাড়ে ফেলে পালিয়ে যান তিনি। পরদিন সকালে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে নিহতের বাবা মোবারক হোসেন ওইদিন চৌদ্দগ্রাম থানায় মোজাম্মেল হোসেস রাজুকে একমাত্র আসামি করে হ্ত্যা মামলা দায়ের করেন। পুলিশ রাজুকে আটক করে আদালতে হাজির করলে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পুলিশ তদন্ত শেষে তাকে অভিযুক্ত করে আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

এ মামলায় ১৩ জন সাক্ষী সাক্ষ্য দেন। আদালত দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে আজ এ রায় দেন।

——ইউএনবি