নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা বলেছেন, নির্বাচনি ব্যবস্থা গণতন্ত্রের চাবিকাঠি এবং এটি ধ্বংস হলে দেশে গণতন্ত্র থাকবে না।
তিনি বলেন, ‘সকল নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং সংশ্লিষ্ট সকল পক্ষের কাছে গ্রহণযোগ্য হয় সেজন্য নির্বাচন কমিশন সমন্বিত প্রচেষ্টা চালিয়েছে।’
তিনি আশ্বস্ত করেন, ভোটাররা ভয় বা সহিংসতা ছাড়াই তাদের ভোট দিতে পারে, এমন একটি পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ কমিশন।
বৃহস্পতিবার (২৩ মে) নওগাঁ জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে তৃতীয় ও চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং, সহকারী রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রাশিদা বলেন, ভোটাররা নির্বিঘ্নে এবং সহিংসতামুক্ত পরিবেশে ভোট দিতে পারে সেজন্য ইসি ভোটারদের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে।
তিনি বলেন, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ও দ্বিতীয় ধাপ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। ‘আমরা চেষ্টা করছি আসন্ন তৃতীয় ও চতুর্থ ধাপের নির্বাচন আরও শান্তিপূর্ণ ও সহিংসতামুক্ত পরিবেশে আয়োজনের। যাতে সাধারণ মানুষ বলতে পারে এই ইসি ভালো নির্বাচন করতে পারে।’
তিনি বলেন, ‘কাউকে বিজয়ী করার উদ্দেশ্য নিয়ে ইসি কাজ করে না, যা প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার প্রতি ইসির জারি করা আদেশে বলা হয়েছে।’
নির্বাচনি আচরণবিধি মেনে প্রার্থীদের প্রচারণা চালিয়ে যেতে বলেছেন ইসি রাশিদা।
তিনি তাদের বক্তব্য সম্পর্কে সতর্ক থাকতে বলেছেন, কারণ নির্বাচনি প্রচারণায় ঘৃণামূলক বক্তব্য নিষিদ্ধ।
নির্বাচন কমিশনার প্রার্থীদের ভোটারবান্ধব পরিবেশ তৈরি করার আহ্বান জানান। এতে ভোটাররা ভোটকেন্দ্রে আসতে উৎসাহী হবেন।
কোনো প্রার্থী কমিশনে অভিযোগ দিলে তাৎক্ষণিক তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন ইসি রাশিদা।
তিনি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান, যাতে কেউ কোনো অভিযোগ করতে না পারে।
নওগাঁর জেলা প্রশাসক মো. গোলাম মাওলার সভাপতিত্বে মতবিনিময় অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় অতিরিক্ত কমিশনার ইমতিয়াজ হোসেন, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক, নওগাঁর পুলিশ সুপার (এসপি) মো. রাশিদুল হক ও রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
——ইউএনবি
আরও পড়ুন
হঠাৎ কক্সবাজারে পরীমণি! কাকে দিলেন সারপ্রাইজ?
রাজবাড়ীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু
আওয়ামীলীগের ঝটিকা মিছিল করায় প্রশাসনের নিরব ভূমিকার প্রতিবাদ করেছে নাগরিক পার্টি-এনসিপি