অনলাইন ডেস্ক :
শুক্রবার পাপুয়া নিউগিনির প্রত্যন্ত এলাকায় ভূমিধসে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বিষয়টি অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের (এবিসি) প্রতিবেদনে জানানো হয়।
এবিসি’র প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত ৩টার দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রটির রাজধানী পোর্ট মোর্সবি থেকে প্রায় ৬০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এনগা প্রদেশের কাওকালাম গ্রামে ভূমিধসের ঘটনা ঘটে।
সেখানকার বাসিন্দারা বলছেন, বর্তমানে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে। যদিও কর্তৃপক্ষ এই সংখ্যাটি নিশ্চিত করেনি।
গ্রামবাসীরা বলছেন, নিহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্থানীয়রা মাটিচাপা মরদেহগুলো বের করে আনছেন।
আরও পড়ুন
হাসপাতালে খালেদা জিয়ার হাতে ‘জুলাই সনদ’ অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পৌঁছে দিলেন ঐকমত্য কমিশনের সদস্যরা
রাকসু নির্বাচনে ভোট পড়েছে ৬৯.৮৩ শতাংশ, চলছে গণনা
টাঙ্গাইলে ভ্যান-মাহিন্দ্রা-পিকআপের ত্রিমুখী সংঘর্ষে ৪ জন নিহত