আগামী ২৪-৭২ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হতে পারে বলে নিয়মিত বুলেটিনে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)।
সুরমা নদীর পানি বর্তমানে অপরিবর্তিত অবস্থায় রয়েছে। অন্যদিকে ভূগাই-কংশ নদীগুলোর পানি বাড়ার আশঙ্কা রয়েছে।
এছাড়া এ অঞ্চলের অন্যান্য প্রধান নদ-নদীর পানির স্তর নামতে শুরু করেছে।
আবহাওয়ার তথ্য অনুযায়ী, আগামী ৭২ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও এর কাছাকাছি এলাকাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানির স্তর আরও নামতে পারে।
বুলেটিনে আরও বলা হয়েছে, ব্রহ্মপুত্র-যমুনার পানি আগামী ৭২ ঘণ্টা ধরে বাড়ার আশঙ্কা রয়েছে। আর গঙ্গার পানির স্তর অপরিবর্তিত থাকলেও পদ্মায় পানি বাড়ছে এবং পানি বাড়ার মাত্রা আরও ৭২ ঘণ্টা চলমান থাকতে পারে।
—-ইউএনবি
আরও পড়ুন
বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিঙ্ক ইন্টারনেট সেবা চালু করতে যাচ্ছেন ইলন মাস্ক
শক্তিমান অভিনেতা প্রবীর মিত্র আর নেই
মাস্টার প্যারেডে ৫ আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ ও আহত ছাত্র জনতার প্রতি শ্রদ্ধা জানান— পুলিশ কমিশনার