January 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, June 3rd, 2024, 3:03 pm

সাপাহারে অভ্যান্তরীণ ধান সংগ্রহের উদ্বোধন

জেলা প্রতিনিধি, নওগাঁ (সাপাহার):

নওগাঁর সাপাহারে প্রকৃত কৃষকদের নিকট হতে অভ্যান্তরীণ ধান সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ১০টায় উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে সাপাহার খাদ্য গুদামে চলতি মৌসুমে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহাজান হোসেন মন্ডল। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ হোসেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রওশানুল আলম মানিক,খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম ইকবাল,উপজেলা উদ্ভিদ সংরক্ষণ বিষয়ক কর্মকর্তা আতাউর রহমান সেলিম প্রমূখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহাজান হোসেন মন্ডল বলেন উপজেলার প্রকৃত কার্ডধারী কৃষক সরকারী মুল্য ৩২ টাকা কেজি দরে ১ হাজার ২ শত ৮০ টাকা মন হিসেবে সরকারী খাদ্য গুদামে ৫৮০ মেট্রিক টন ধান দিতে পারবেন। কোন কৃষক যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।