মাগুরার মহম্মদপুর উপজেলায় এক গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশসহ অন্তত ১০ আহত হয়েছে।
মঙ্গলবার (৪ জুন) দুপুরে উপজেলার ঘুল্লিয়া গ্রামে ঘটনাটি ঘটে।
সংঘর্ষ থামাতে এ সময় পুলিশ ৬ রাউন্ড গুলি নিক্ষেপ করে। এ সময় ২০টি বাড়িও ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উল ইসলাম বলেন, ‘ঘুল্লিয়া গ্রামে বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজান শিকদার ও ইউপি সদস্য জাহাঙ্গীর মেম্বারের সমর্থকদের মধ্যে সংঘর্ষের হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৬ রাউন্ড গুলি নিক্ষেপ করে। এ সময় পুলিশের দুই সদস্যসহ ১০ জন আহত হয়েছেন।’
ওসি বলেন, ‘পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এখনও কেউ গ্রেপ্তার হয়নি। এ ঘটনায় মহম্মদপুর থানায় মামলা হয়েছে।’
—–ইউএনবি
আরও পড়ুন
হিন্দুসেনার আপত্তি সত্ত্বেও আজমির শরীফে ‘চাদর’ পাঠালেন মোদি
আগামীকাল লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
পর্যটকদের প্রশান্তির খোরাক আকিলপুর সমুদ্রসৈকত