২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেটে সরকারি ব্যয় ৪৭ হাজার ৩৬৭ কোটি টাকা কমেছে।
বাজেট বক্তৃতায় বিদায়ী ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত বাজেটে সরকারি ব্যয়ের অঙ্ক পুনর্বিন্যাস করে ৭ লাখ ১৪ হাজার ৪১৮ কোটি টাকায় নামিয়ে আনেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। যা ধরা হয়েছিল ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা।
তবে এপ্রিল পর্যন্ত সার্বিক সরকারি ব্যয় বিবেচনায় তা ৪৭ হাজার ৩৬৭ কোটি টাকা কমানোর প্রস্তাব করা হয়, যা ২০২৪-২৫ অর্থবছরের বাজেট নথিতে উল্লেখ করা হয়েছে।
এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে মূল বরাদ্দ ১৮ হাজার কোটি টাকা কমিয়ে ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা করার প্রস্তাব করা হয়েছে।
২০২৩-২৪ অর্থবছরের বাজেটে ঘাটতি ধরা হয়েছিল ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। সংশোধিত বাজেটে ঘাটতি প্রস্তাব করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার কোটি টাকা, যা জিডিপির ৪ দশমিক ৭ শতাংশ। উল্লেখ্য, মূল বাজেটে ঘাটতি ধরা হয়েছিল জিডিপির ৫ দশমিক ২ শতাংশ।
সংশোধিত বাজেটে মোট ঘাটতির মধ্যে অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ৫৬ হাজার কোটি টাকা এবং বৈদেশিক উৎস থেকে ৭৯ হাজার ৭৯৩ কোটি টাকা অর্থায়নের প্রস্তাব করা হয়েছে।
—–ইউএনবি
আরও পড়ুন
কর্মস্থলে ‘তুই-তুমি’ সম্বোধন বন্ধের সুপারিশ কমিশনের
আর্থিক প্রতিষ্ঠানে এসি ব্যবহারে বাংলাদেশ ব্যাংকের নতুন পদক্ষেপ
হঠাৎ কক্সবাজারে পরীমণি! কাকে দিলেন সারপ্রাইজ?