২০২৪-২৫ অর্থবছরের জাতীয় বাজেটে কিডনি ডায়ালাইসিসের প্রয়োজনীয় উপাদানগুলোর আমদানি শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছে। এতে দেশব্যাপী কিডনি ডায়ালাইসিসের ব্যয় কমবে এবং হাজার হাজার রোগীকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া সম্ভব হবে।
বাজেটে ডায়ালাইসিস ফিল্টার ও ডায়ালাইসিস সার্কিটের আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে ১ শতাংশে নামিয়ে আনা হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘ডায়ালাইসিস ফিল্টার ও ডায়ালাইসিস সার্কিট কিডনি রোগীদের ডায়ালাইসিসের জন্য ব্যবহৃত দুটি অপরিহার্য উপাদান। আমি এই দুই পণ্যের আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করার প্রস্তাব করছি।’
রক্ত থেকে বর্জ্য আইটেম এবং অতিরিক্ত তরল দূর করতে ডায়ালাইসিস ফিল্টার বা ডায়ালাইজার ব্যবহৃত হয়। অন্যদিকে ডায়ালাইসিস মেশিনের মাধ্যমে রক্ত সঠিকভাবে প্রবাহিত হওয়া নিশ্চিত করে ডায়ালাইসিস সার্কিট।
এসব গুরুত্বপূর্ণ পণ্যের ওপর এখন পর্যন্ত ১০ শতাংশ আমদানি শুল্ক আরোপ করা আছে যা সামগ্রিক চিকিৎসা ব্যয়ে প্রভাব ফেলছে।
——ইউএনবি
আরও পড়ুন
সিন্ডিকেট : ভরা মৌসুমেও বেড়েছে চালের দাম, অস্বস্তিতে ক্রেতা
আ. লীগ আমলের ভুল নীতির খেসারত দিচ্ছে বাংলাদেশ : অর্থ উপদেষ্টা
আলজেরিয়ার সঙ্গে বাণিজ্যিক সহযোগিতার ক্ষেত্র বাড়াতে চায় বাংলাদেশ