জেলা প্রতিনিধি :
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার শ্যামগঞ্জ কালিবাড়ি বাজারে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুইজনের বাড়ি মাদারগঞ্জে, অপরজনের বাড়ি মেলান্দহের মাহমুদপুরে।
জানা যায়, বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে শ্যামগঞ্জ কালিবাড়ি বাজারে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন লোটাবর গ্রামের বিন্দু মিয়ার ছেলে মিন্টু, চর লোটার গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে মোস্তাফিজুর রহমান রাজু মিয়া ও মেলান্দহ উপজেলার মাহমুদপুরের আজিম উদ্দিনের ছেলে ইলিম।
সিধুলী ইউপি চেয়ারম্যান মিরন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল থেকেই পুরাতন একটি বেকারি ভেঙে নতুন করে তৈরি তৈরির জন্য ভাঙতে শুরু করলে চালের উপর দিয়ে চলে যাওয়া বিদ্যুৎতের তার টিনের সঙ্গে লেগে এ দুর্ঘটনা ঘটে।
মাদারগঞ্জ থানার ওসি মো. শামছুল হুদা খান বলেন, কালীবাড়ি বাজারের মিম বেকারির মালিক মিন্টু তার দুই কর্মচারীকে নিয়ে দোকান পরিবর্তন করছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে মাথায় করে টিন নিয়ে যাওয়ার সময় রাস্তায় থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে আসলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, কারো কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থলে এখনো পুলিশ রয়েছে। আমরা সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।
আরও পড়ুন
খুলনা বিভাগে ভোক্তা-অধিকারের অভিযান : ১৭টি প্রতিষ্ঠানকে ২ লাখ ২২ হাজার টাকা জরিমানা
খুবিতে ‘উচ্চ শিক্ষায় অ্যাক্রেডিটেশন’ বিষয়ে উদ্বুদ্ধকরণ কর্মশালার উদ্বোধন
তালতলীতে ১০টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা