ময়মনসিংহের ভালুকায় কাভার্ডভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশাচালকসহ ২ জন নিহত হয়েছেন।
শনিবার (১৫ জুন) ভোর ৪টা ৪৫মিনিটে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা ক্লাব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হলেন- ত্রিশাল উপজেলার বৈলর এলাকার আমির উদ্দিন মন্ডলের ছেলে অটোরিকশাচালক আব্দুল হালিম (৪০), আরেকজন অজ্ঞাতনামা যাত্রী।
ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, পণ্যবাহী কাভার্ডভ্যানটি ইউটার্ন নেওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অটোরিকশাটির উপর উল্টে পড়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই চালক ও যাত্রী উভয়েই মারা যান।
তিনি আরও বলেন, পুলিশ লাশ দুটি উদ্ধার করেছে। কাভার্ডভ্যান ও অটোরিকশাটি উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
—-ইউএনবি

আরও পড়ুন
খুলনা-১ (দাকোপ ও বটিয়াঘাটা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী- ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী
রংপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ হুইল চেয়ার ও ত্রুাচ বিতরণ
হোসেনপুরে পরিবার পরিকল্পনা কর্মচারীদের কর্মবিরতি