টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের ছয়টি উপজেলা প্লাবিত হয়েছে। এতে জেলার প্রায় দুই লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
জেলার রাজনগর, কুলাউড়া, জুড়ী, বড়লেখা, শ্রীমঙ্গল ও সদর উপজেলার ৩৭ ইউনিয়নের ৪৩২টি গ্রাম বর্তমানে পানির নিচে।
বন্যা কবলিত এলাকার অধিকাংশ রাস্তা তলিয়ে গেছে। আঞ্চলিক সড়কের অনেক স্থানে পানি উঠেছে। ডুবে গেছে বাড়িঘর, ফসলের মাঠ ও শিক্ষা প্রতিষ্ঠান। অনেকেই আবার নিজের বাড়িঘর রক্ষায় সেচ্ছাশ্রমে বাঁধের ওপর বালির বস্তা ফেলছেন।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টার দিকে মনু নদীর পানি শহরের চাঁদনীঘাট এলাকায় বিপৎসীমার ২১ সেন্টিমিটার, কুশিয়ারা নদী শেরপুর পয়েন্টে বিপৎসীমার ১৮ সেন্টিমিটার, ধলাই নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার এবং জুড়ী নদীর পানি বিপৎসীমার ২০২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
মৌলভীবাজার জেলা প্রশাসক উর্মি বিনতে সালাম জানান, বন্যা মোকাবিলায় জেলার মোট ৯৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। বর্তমানে এগুলোতে ৫৭১টি পরিবারে আশ্রয় নিয়েছে।
—–ইউএনবি
আরও পড়ুন
সেন্টমার্টিন ভ্রমণে নিবন্ধনসহ যা করতে হবে পর্যটকদের
জান্নাতে বাবা-মায়ের সাথে সন্তানরা যেভাবে মিলিত হবে
কিশমিশ-মনাক্কায় যত উপকার