January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 27th, 2024, 7:26 pm

এমপি আনার হত্যা: দুই আসামি ৬ দিনের রিমান্ডে

ঝিনাইদহ-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে অপহরণ ও হত্যা মামলার আসামি মোস্তাফিজুর রহমান ও ফয়সাল ভূঁইয়ার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ জুন) ঢাকা মহানগর আদালতের বিচারক আতাউল্লাহ এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের সহকারী কমিশনার মাহফুজুর রহমান আদালতে আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন আইনজীবী তাপস কুমার পাল। তবে আসামির পক্ষে কোনো আইনজীবী দাঁড়াননি।

বুধবার(২৬ জুন) ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন-অর রশীদের নেতৃত্বে ডিবির একটি দল খাগড়াছড়ির পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মোস্তাফিজ ও ফয়সালকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পরপরই বিকালে হেলিকপ্টারযোগে তাদের ঢাকায় আনা হয়।

এমপি আনার গত ১১ মে চিকিৎসার জন্য কলকাতায় যান এবং ১৪ মে কলকাতার ফ্ল্যাট থেকে বের হয়ে নিখোঁজ হন।

এ ঘটনায় ২২ মে নিহতের মেয়ে মুমতারিন ফেরদৌস ডোরিনের অভিযোগের ভিত্তিতে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করা হয়।

—–ইউএনবি