রাজধানীর কড়াইল বস্তিতে লাগা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে।
মঙ্গলবার (২ জুলাই) দুপুর ১২টা ৫৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের উপসহকারী পরিচালক শাহজাহান শিকদার জানান, খবর পেয়ে ৬টি ইউনিট ঘটনাস্থলে যেতে দুপুর ১টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
দুপুর ২টা ৩৮ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
—–ইউএনবি
আরও পড়ুন
রংপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর ও জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন
র্যাব রংপুরে ৩৫১.৩৮ গ্রাম হেরোইন সহ স্বামী-স্ত্রী আটক করেছে
দুর্নীতির ফাইল নষ্ট করতেই সচিবালয়ে আগুন: রংপুরে রিজভী