ঠাকুরগাঁও সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (৫ জুলাই) ভোরে জেলার বালিয়াডাঙ্গী সীমান্তে ঘটনাটি ঘটে।
নিহত রাজু ইসলাম (২৮) বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ি ইউনিয়নের গড়িয়ালি গ্রামের হবিবর আলীর ছেলে।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, রাজু ইসলাম ভোরে নাগরভিটা সীমান্তের ৩৭৬/৫ পিলারের পাশ দিয়ে ভারতীয় এলাকায় গরু আনতে যায়। প্রায় একশ’ গজ অভ্যন্তরে তিনগাঁও নামক স্থানে বিএসএফ টহল দল তাকে লক্ষ করে গুলি ছোড়ে। ঘটনাস্থলেই রাজু গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তার লাশ এখনও বিএসএফের কাছে রয়েছে।
বিজিবি’র ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. তানজির আহম্মেদ জানান, তিনি ঘটনাটি শুনেছেন। বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। পতাকা বৈঠকের পর প্রকৃত ঘটনা জানা যাবে।
—-ইউএনবি
আরও পড়ুন
১৬ বছর জামায়াতের নেতাকর্মীদের ওপরে নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে- অধ্যাপক মাহফুজুর রহমান
আশুলিয়ায় আধিপত্য বিস্তারে ফাঁকা গুলি, অস্ত্রসহ গ্রেপ্তার ১
সাভারে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত