বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের চাকরির মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে সরকার।
শুক্রবার (৫ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইজিপি হিসেবে আবদুল্লাহ আল মামুনের নতুন মেয়াদ ২০২৪ সালের ১২ জুলাই থেকে শুরু হবে এবং ২০২৫ সালের ১১ জুলাই বা তার বর্তমান চুক্তির ধারাবাহিকতায় যোগদানের তারিখ থেকে শেষ হবে।
এর আগেও পুলিশের মহাপরিদর্শক হিসেবে তার দায়িত্বের মেয়াদ দেড় বছরের জন্য বাড়ানো হয়।
২০২২ সালের ৩০ সেপ্টেম্বর বেনজীর আহমেদের স্থলাভিষিক্ত হয়ে আইজিপি হিসেবে দায়িত্ব নেন আল-মামুন।
—-ইউএনবি
আরও পড়ুন
জালিয়াতি করে মাই টিভি-জমি-বাড়ি দখলে নেন আফ্রিদির বাবা সাথী
এনএসআইয়ে এখনো প্রভাবশালী অবস্থানে হাসিনার মামাতো ভাই
সেনাবাহিনীর পিকআপে ট্রাকের ধাক্কা, ৮ সেনাসদস্য আহত