মেহেরপুরে ১৩২ বোতল ফেনসিডিল জব্দসহ নানি-নাতিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্প।
পাচারের উদ্দেশ্যে নিজ বাড়িতে মাদক রাখার অভিযোগে শুক্রবার (৫ জুলাই) সকাল ৮টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের শামসুল হুদার স্ত্রী সুজান বেগম (৫৫) এবং মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের মধ্যপাড়া এলাকার মৃত মফিজুল ইসলামের ছেলে মো. লিজন মিয়া (১৯)। সম্পর্কে তারা নানি ও নাতি।
র্যাব-১২ সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্পের কমান্ডার সিনিয়র এএসপি মনিরুজ্জামান বলেন, পাচারের উদ্দেশ্যে বাড়িতে ফেনসিডিলের চালান রয়েছে এমন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে নানি ও নাতি পালনোর চেষ্টার সময় তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের ঘর থেকে জব্দ করা হয় ১৩২ বোতল ফেনসিডিল। যার আনুমানিক মূল্য ২ লাখ ৬৪ হাজার টাকা।
এ ঘটনায় মেহেরপুর সদর থানায় মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এএসপি মনিরুজ্জামান।
—–ইউএনবি
আরও পড়ুন
হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর
হত্যাচেষ্টা মামলায় পলক, রাষ্ট্রদ্রোহে জাহাঙ্গীর গ্রেপ্তার
আইনজীবী আলিফ হত্যা মামলায় ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ