অনলাইন ডেস্ক :
জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস মঙ্গলবার সুদানে অভ্যুত্থান প্রচেষ্টার নিন্দা জানিয়েছেন। একইসঙ্গে তিনি দেশটির গণতন্ত্রের উত্তরনে অর্জন রক্ষা করারও আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এ কথা জানিয়েছেন।
তিনি জানান, মহাসচিব একটি অন্তর্ভূক্তিমূলক, শান্তিপূর্ণ, স্থিতিশীল এবং গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য সুদানের জনগণের আকাক্সক্ষা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, সুদানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে দেশটিতে মঙ্গলবার সকালে ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টা চালানোর খবর প্রচারিত হয়।
আরও পড়ুন
সুপার স্টার গ্রুপের ‘ক্যান্সার ট্রিটমেন্ট সাপোর্ট পলিসি’
যুক্তরাষ্ট্রে নববর্ষ উদযাপনের সময় গাড়িচাপা, নিহত ১০
নববর্ষ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা