November 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 9th, 2024, 6:25 pm

বেনাপোলের দৌলতপুর সীমান্তে ৯টি স্বর্ণের বার জব্দ, গ্রেপ্তার ১

বেনাপোলের দৌলতপুর সীমান্ত দিয়ে স্বর্ণ ভারতে পাচারকালে মনোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১ কেজি ৬৮ গ্রাম ওজনের ৯টি স্বর্ণের বার জব্দের দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (৯ জুলাই) সকাল ৯টায় সীমান্তের ধগলীর মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মনোয়ার হোসেন (৫০) বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, মঙ্গলবার সকালে দৌলতপুর সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচার হবে এমন সংবাদের ভিত্তিতে ২১ বিজিবির একটি দল সীমান্তের ধগলীর মাঠ নামক স্থানে গোপনে অবস্থান করে। এ সময় মনোয়ার হোসেন ব্যাগ হাতে নিয়ে সীমান্তের দিকে আসলে তার ব্যাগ তল্লাশি করে ৯টি স্বর্ণের বারসহ তাকে গ্রেপ্তার করা হয়।

জব্দ করা স্বর্ণের ওজন ১ কেজি ৬৮ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ১ কোটি ৯ লাখ টাকা বলে জানায় বিজিবি।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার জানান, আটক পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে এবং জব্দ করা স্বর্ণের বারগুলো যশোর সরকারি ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে।

—–ইউএনবি