January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 12th, 2024, 8:28 pm

নেপালে ভূমিধসে ২ বাস নদীতে ভেসে গিয়ে ৬০ যাত্রী নিখোঁজ

এপি, কাঠমান্ডু :

নেপালে ভূমিধসে দুটি বাস নদীতে ভেসে গিয়ে অন্তত ৬০ জন নিখোঁজ রয়েছেন। অবিরাম বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যক্রম। একারণে মাত্র তিন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ১২০ কিলোমিটার পশ্চিমে সিমল্টালের কাছে ভূমিধসের পর যাত্রীবাহী বাস দুটি ভেসে যায় নদীতে।

উদ্ধার হওয়া তিনজন চিকিৎসাধীন জানিয়ে সরকারি প্রশাসক খিমা নান্দাদা ভুসাল জানান, তারা বাস থেকে লাফ দিয়ে সাঁতরে পাড়ে উঠেছিলেন। স্থানীয়রা তাদের খুঁজে পেয়ে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান।

ভুসাল আরও জানান, ভূমিধসের কারণে বেশ কয়েকটি জায়গা থেকে ওই এলাকায় যাতায়াতের পথও বন্ধ হয়ে গেছে।

উদ্ধার তৎপরতায় সহায়তার জন্য অতিরিক্ত উদ্ধারকারী ও নিরাপত্তা বাহিনী পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ভেসে যাওয়া দুটি বাসের একটিতে ২৪ জন এবং অন্যটিতে ৪২ জন যাত্রী ছিল বলে জানিয়েছেন সরকারি প্রশাসক।

পরে শুক্রবার সকালে একই মহাসড়কে ওই ঘটনাস্থলের কিছুটা দূরে ভূমিধসের কবলে পড়ে আরেকটি বাস। এতে চালকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এছাড়া আর কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না তা জানা যায়নি।

নিখোঁজের ঘটনায় দুঃখ প্রকাশ করে সাম্প্রতিক বন্যা ও ভূমিধসের বিষয়ে উদ্বেগ জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল।

বেশ কয়েকটি সরকারি সংস্থা নিখোঁজদের সন্ধান করছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার রাতে পোখারা রিসোর্ট শহরের কাছে ভূমিধসে একটি কুঁড়েঘর চাপা পড়ে সাত সদস্যের একটি পরিবারের সবাই মারা যান। আশেপাশের আরও তিনটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

নেপালে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাত হয়। এ কারণে প্রায়ই ভূমিধসের ঘটনা ঘটে।