ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের ছাত্রীরা নিজেদের রাজাকার- ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সহযোগী বলে স্লোগান দেওয়ায় তাদের কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, ‘গতকাল রোকেয়া হলের ছাত্রীদের নিজেদের রাজাকার বলতে শুনে আমার দুঃখ হয়। তারা কি জানে ১৯৭১ সালের ২৫ মার্চ সেখানে কী ঘটেছিল? প্রায় ৩০০ মেয়েকে হত্যা করা হয় এবং ৪০ জন মেয়েকে ধর্ষণ করে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছিল।’
সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে মন্ত্রণালয় ও বিভাগগুলোর ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) সই অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর বেশ কয়েকটি ভয়াবহ ঘটনার উল্লেখ করে তিনি বলেন, ‘নারী শিক্ষার্থীরা ১৯৭১ সালের রাস্তায় এসব নিপীড়ন দেখেনি। তাই তারা নিজেদের রাজাকার বলতে লজ্জাবোধ করে না।’
প্রধানমন্ত্রী আরও বলেন, এটা দুর্ভাগ্যজনক যে মেয়েরা এখন এই জাতীয় স্লোগান দেয়।
তিনি বলেন, ‘এ কোন দেশে আছি আমরা? তারা কোন চেতনায় বিশ্বাসী? কী শিক্ষা পেল তারা? কী শিখল তারা? এটা আমার প্রশ্ন।’
অনুষ্ঠানে এপিএ বাস্তবায়ন ও সেবা প্রদানে চমৎকার অবদানের জন্য যথাক্রমে ২০২২-২৩ অর্থবছরের জন্য এপিএ অ্যাওয়ার্ড এবং ২০২৩-২৪ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার সরকারি অফিসগুলোর মধ্যে বিতরণ করা হয়।
—–ইউএনবি
আরও পড়ুন
ট্রাম্পের হোটেলের সামনে টেসলার গাড়ি বিস্ফোরিত, চালক নিহত
সরকারি দপ্তরে তদবির বন্ধে যে পদক্ষেপ নিলেন নাহিদ
ইসলামে সম্মানিত মাস রজব