দেশের সবচেয়ে বড় এডটেক প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুলের জন্য প্রস্তাবিত পাঁচ কোটি টাকার বিনিয়োগ বাতিল করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের ফ্ল্যাগশিপ ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড।
মঙ্গলবার (১৬ জুলাই) স্টার্টআপ বাংলাদেশের ভেরিফায়েড ফেসবুক পেজে এই সিদ্ধান্ত জানিয়ে একটি পোস্ট দেওয়া হয়। পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ওই পোস্টটি শেয়ার করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
পলক তার পোস্টে লেখেন, ‘স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড টেন মিনিট স্কুলের জন্য পাঁচ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব বাতিল করেছে।’
উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে সমর্থন জানিয়েছেন টেন মিনিট স্কুলের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আয়মান সাদিক। সাদিক তার ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‘আমরা কোটা সংস্কারের দাবি জানাচ্ছি। মেধা সবচেয়ে বড় কোটা হওয়া উচিত।’
তারপরই বিনিয়োগ প্রস্তাব বাতিলের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
—-ইউএনবি
আরও পড়ুন
জনগণের প্রত্যাশার নির্বাচন চায় বিএনপি: তারেক রহমান
দাম কমলো এলপি গ্যাসের
৬ মাসের জন্য চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব পাচ্ছে নৌবাহিনী