সরকারি চাকরিতে প্রবেশে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের বিক্ষোভ চলাকালে রাজধানীতে শিক্ষার্থী ও পথচারীসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
বুধবার (১৭ জুলাই) সকাল থেকে বিকাল ৩টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশপাশে হওয়া সংঘর্ষে তারা আহত হন।
আহতরা হলেন- মো. কাউসার (২০), মো. ওলিউল্লাহ (২৭), মো. নাঈম (২৪), মো. সাইদুল ইসলাম (২৬), মো. ইকবাল হোসেন (৪০), মো. সোহান (২৮), লিমন (১৫), মিজান (২০), ফেরদৌস (৪০), মিরপুরের আওয়ামী মহিলা লীগকর্মী কবিতা (৪৫), নাসরিন (৪৮), রহিমা (৫০) ও কুমিল্লা বঙ্গবন্ধু শেখ মুজিব আইন কলেজের শিক্ষার্থী মো. নাদিম উদ্দিন খোকন (২৭)।
আহতরা সবাই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
আহতদের মধ্যে মো. কাওছার ও মো. ওলিউল্লাহকে ঢামেকে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
—-ইউএনবি
আরও পড়ুন
বিএনপির রাজনীতি জনকল্যাণে নিবেদিত- প্রিন্স
রংপুরে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ৭৩টি বাইসাইকেল বিতরণ
রংপুরে বিএডিসি বীজ ডিলারদের সার ডিলার করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান